নিজস্ব প্রতিবেদক :
রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক আবুল হাসেম (৭০) ও তার ছেলেসহ আট জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
এদিন ঘটনাস্থলে আসা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু্জ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।’
অগ্নিকাণ্ডের ঘটনায় আটক হয়েছেন হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৪), মো. সালাউদ্দিন (৩০)।
এদের মধ্যে শাহান শাহ আজাদ সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। মামুনুর রশিদ হাসেম ফুডস লিমিটেডের ডিজিএম ও মো. সালাউদ্দিন হাশেম ফুডস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার ও অ্যাডমিন অফিসার হিসেবে কাজ করছিলেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম