April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 19th, 2022, 7:41 pm

‘কারণে অকারণের’ পর মিনার-ইশতিয়াকের ‘মেঘে ভাসা দিন’

অনলাইন ডেস্ক :

নাটক, গান ও উপন্যাস তিন মাধ্যমেই নিয়মিত লিখছেন ইশতিয়াক আহমেদ। এর আগে ‘কারণে অকারণে’ শিরোনামের তার লেখা গান গেয়েছেন কণ্ঠশিল্পী মিনার। গানটি ছুঁয়েছে শ্রোতাদের প্রাণ। ফের ইশতিয়াক লিখলেন মিনারের জন্য। এবারের গানের শিরোনাম ‘মেঘে ভাসা দিন’। হোক কিছু বোঝাবুঝি ভুল, হোক কিছু বোঝাবুঝি ঠিক/ তারপরও যদি চলে যাই, তুমি আর আমি দুজনে দুদিক- এমন কথার এই গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন। এর গানের মাধ্যমে ৬ মাস পর ভক্তদের সামনে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মিনার। আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটির সুর ও সংগীত মিনার নিজেই করেছেন। গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। সেই ভিডিও গীতিকার ইশতিয়াক আহমেদই বানিয়েছেন। যার দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা ও সাভারের ফিল্মভ্যালিতে। ভিডিওতে মডেল হয়েছেন, নাজিমউদ্দিন তামুর এবং পাপড়ি পায়েল। গানটি ২০ অক্টোবর সন্ধ্যায় এ জেড মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটির মাধ্যমেই নতুন এই চ্যানেলটি আত্মপ্রকাশ করছে বলে জানানো হয়েছে। চ্যানেলটির কর্ণধার তাজুল ইসলাম রাজিব বলেন, আমাদের নতুন চ্যানেলে শুরুটা একটা ভালো কিছু দিয়ে করতে চেয়েছিলাম। সে হিসেবে আমাদের সবার প্রিয় শিল্পী মিনারের গান দিয়ে করতে পারায় আমি বেশ আনন্দিত। আশা করি, দর্শকরা এখানে ভালো কাজ দেখতে পাবেন’।