May 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 31st, 2024, 8:11 pm

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শের-ই-বাংলার জায়ান্ট স্ক্রিন

অনলাইন ডেস্ক :

বৈশাখ শুরু হতে এখনো প্রায় সপ্তাহ দুয়েক বাকি। কিন্তু শুরুর আগে আভাস দিয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়ে। সেই ঝড়ে ক্ষয়ক্ষতির কবলে পড়েছে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। রোববার ভোরে এই ঝড়ে ভেঙে যায় ইস্টার্ন গ্যালারির জায়ান্ট স্ক্রিন। ভেঙে এটি গ্যালারির উপর পড়ে থাকতে দেখা যায়। জায়ান্ট স্ক্রিন ছাড়াও আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইস্টার্ন গ্যালারির পেছনের অংশে স্টেডিয়াম লাগোয়া দেয়ালও ভেঙে পড়ে তাতে। তবে এখনো রক্ষণাবেক্ষণের দৃশ্যমান কাজ শুরু হয়নি। সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন।

মুঠোফোনে তিনি বলেন, ‘ঝড়ে জায়ান্ট স্ক্রিন ভেঙে যায়। অনেক ঝড় হয়েছে। এ ছাড়া পেছনের অংশে একটি দেয়ালও ভেঙে পড়ে।’ রক্ষণাবেক্ষণ নিয়ে বাতেন বলেন, ‘এখনো কাজ শুরু হয়নি। এখনতো ম্যাচ চলছে। আমরা দেখছি কিভাবে করা যায়। দ্রুত শুরু করবো।’ ঝড়ে ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে বাধা হয়ে দাড়ায়নি। দুপুর ১২টা থেকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়ে দুই দল। যেখানে বাংলাদেশকে ১০ উইকেটে হারায় অজি নারীরা।