অনলাইন ডেস্ক :
কণ্ঠ সংগীত, নৃত্য, আবৃত্তি আর যন্ত্র এই চারের সমন্বয়ে আগামীকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনের নাম ‘পঞ্চলিপিকা’। ক্রিয়েটিভ ঢাকা আয়োজিত রবীন্দ্র গীতিকা ও লিপিকা অবলম্বনে বিশেষ এই অনুষ্ঠানে পারফর্ম করবেন গুণী ব্যক্তিত্বরা। এরমধ্যে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসির উদ্দিন, তানভীরা আশরাফ শ্যামা, জাকির হোসেন তপন ও উপমা। তরুণ নৃত্যশিল্পী উপমা এ ধরনের অনুষ্ঠানে এবারই প্রথম নাচবেন। একই সঙ্গে অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, আবৃত্তি হবে। বলা হচ্ছে, বাংলাদেশে এমন ধরনের আয়োজন খুব একটা হয়নি। আয়োজকরা বলছেন, ২০০ টাকা দর্শনীর বিণিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শক। তার জন্য বিকাশে [০১৭১৩৩৩৯৬৯৫] টাকা পাঠিয়েও টিকেট সংগ্রহ করতে পারবেন, কিংবা ওয়েব সাইট থেকেও অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই অনলাইন ও আজকের পত্রিকা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ