অনলাইন ডেস্ক :
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘এখানে যদিও নেই রৌদ্রের ঘ্রাণ’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন এফ এস নাঈম ও ফারজানা আহসান মিহি। এ ছাড়া অভিনয় করেছেন সাহেলা আক্তার, সফর শুভ, মিঠুন ডলার, মো. মনির, তাসনিয়া রহমান প্রমুখ। নাটকের গল্প এমন চৈত্রের বিকেল। শুভ্রা তার শহর ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাচ্ছে এই শহরে তার ভালোবাসার মানুষ। নির্জন নদীর ধারে রাধাচূড়া গাছটার নিচে অরুণের সঙ্গে যেখানে ও দেখা করে। যাবার আগে আজও দুজন সেখানেই দেখা করতে এসেছে। দীর্ঘ চার বছর স্বপ্নের জাল বোনা দুজন মানুষের একজন কাল চলে যাবে এক দূরের শহরে। জোসনার রাত্তিরে অরুণ চাইলেও আর শুভ্রার জানালায় গিয়ে শিস বাজাতে পারবে না। ভরদুপুর আবদার করে কেউ কাউকে বলতে পারবে না, এখনই বের হও, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ভালোবাসার অনুরণনে তাদের চোখ আর্দ্র হয়। বিদায় নেওয়ার সময় একজন অন্যজনকে কথা দেওয়া দুজন দুজনেরই থাকবে। কোনও কিছুই তাদের আলাদা করতে পারবে না। অরুণ মাস্টার্স শেষ করে একটা চাকরি খুজছে। আর শুভ্রা অনার্স করেছে। দুজনেই থিয়েটার করত এই শহরে। শুভ্রা এই শহরের মেয়ে না। বাবার বদলির চাকরি, তাই এই শহরে আসা। কাজেই তাকে ফিরে যেতে হয়। অরুণের পরিবারে আছে বাবা-মা আর বড় বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সপ্তাহ ঘুরতেই একটা চাকরির ইন্টারভিউ দিতে অরুণ ঢাকাতে যাবে। শুভ্রার সঙ্গে দেখা হবে, এই ভেবেই ছটফট করে অরুণ। ইন্টারভিউয়ের পরই অরুণ বুঝতে পারে চাকরিটা হবে না। শুভ্রার সঙ্গে দেখা করে। শুভ্রা অরুণকে বাসে তুলে দেয় দিনশেষে। বিদায় বেলায় দুজনেরই মনখারাপ হয়।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ