অনলাইন ডেস্ক :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২) নামের ফাঁসির দ-প্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ছিলেন তিনি। তার কয়েদি নং-৭৯৩৯/এ। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে কারাগারের অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আবদুল জলিল বলেন, আইনি প্রক্রিয়াা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, কারা সূত্রে জানায়, ঢাকার ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এ ছাড়া অপর এক মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন তিনি।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ