অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইউরোপা লিগে ৪-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে ফের হোচট খেলো রেড ডেভিলরা। পয়েন্ট তালিকার একেবারে তলানীর দল সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ম্যাচে লাল কার্ড পেয়েছেন ম্যানইউয়ের ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুধু পয়েন্ট নয়, চার ম্যাচের জন্য দলটি হারিয়েছে কাসেমিরোকেও। ম্যাচের ৩৮তম মিনিটে সাউদাম্পটনের কার্লোস আলকারেজকে ফাউল করেন কাসেমিরো। তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়। এরপর লাল কার্ড দেখিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী মিডফিল্ডারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। মৌসুমে এটি কাসেমিরোর দ্বিতীয় লাল কার্ড। এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেনফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে মার্চের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের হয়ে খেলতে কোনো বাধা নেই তাঁর।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা