অনলাইন ডেস্ক :
মোহালিতে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার (৪ঠা মার্চ) প্রথম দিন ব্যাট করতে নেমে স্পর্শ করেছেন নতুন মাইলফলক। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের এলিট ক্লাবে। না, কোহলি সেঞ্চুরি করতে পারেননি। গত দুই বছর ধরেই তার ব্যাটে শতক নেই। আজ ৪৫ রান করে আউট হয়েছেন। তবে তার আগে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ৬ষ্ঠ। বাকি পাঁচ জন হলেন- শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ ও ভিভিএস লক্ষ্মণ। কোহলি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৬৯ ইনিংস। যা ভারতীয়দের মধ্যে দ্রুত ৮ হাজার রান করতে পঞ্চম। সবচেয়ে কম ইনিংস লেগেছে শচীন টেন্ডুলকারের (১৫৪ ইনিংস)। এরপর রাহুল দ্রাবিড় (১৫৮ ইনিংস) বীরেন্দ্র শেবাগ (১৬০ ইনিংস) এবং সুনীল গাভাস্কার (১৬৬ ইনিংস)।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা