অনলাইন ডেস্ক :
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলবে কিনা, তা জানানোর জন্য ৩ দিন সময় চেয়েছিল ভুটান। কিন্তু এ সময়ের মধ্যে কিছুই জানায়নি তারা। ফলে ১-১৩ অক্টোবর পাঁচ দেশ নিয়েই হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। মালদ্বীপে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক মালদ্বীপ। বিষযটি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তার কথায়, ‘ভুটানের ফ্লাইট জটিলতা ছাড়াও কোয়ারেন্টিন সমস্যা রয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তারা খেলতে পারছে না। যদিও তারা খেলার ব্যাপারে কিছুই জানায়নি।’ ফিফা থেকে নিষিদ্ধ থাকা পাকিস্তান বাদে ৬ দেশকে সাফের এন্ট্রি ফরম পাঠিয়েছে সাফ সচিবালয়। সোমবারের মধ্যে এন্ট্রি ফরম পূরণ করতে হবে দেশগুলোকে। ৬ দেশ হলে ২ গ্রুপে খেলা হতো। এখন ৫টি দেশ লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে খেলবে। ফাইনালের আগে প্রত্যেকটি দল ৪টি করে ম্যাচ পাবে। ট্রফির লড়াইয়ে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা