November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 8:10 pm

কিরগিজ-তাজিক সংঘাত: নিহত বেড়ে ১০০

অনলাইন ডেস্ক :

কিরগিজিস্তান ও তাজিকিস্তানের মধ্যে বছরের সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘাতে আরও প্রাণহানি বেড়েছে। মধ্য এশিয়ার দেশ দুটির সংঘাতে নিহতের বেড়ে দাঁড়িয়েছে ১০০। গত রোববার দেশ দুটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সংঘাতের দ্বিতীয় দিনে ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। দুই দেশের মিত্র রাশিয়া উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর সাবেক সোভিয়েট ইউনিয়নের দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়ে। তারা একে অন্যের বিরুদ্ধে ট্যাংক, মর্টার, রকেট, কামান ও আক্রমণের ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ এনেছে। উভয় দেশই চীনের সীমান্তবর্তী, অন্যদিকে তাজিকিস্তানের রয়েছে আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত। মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্ত নিয়ে বিরোধ মূলত সোভিয়েত আমল থেকে শুরু। ওই সময় মস্কো অঞ্চলটিকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করার চেষ্টা করেছিল। এর আগে গত রোববার কিরগিজস্তান জানিয়েছে, সংঘাতে তাদের নিহত হয়েছে ৩৬ জন। সংঘাতকবলিত এলাকা থেকে ১ লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার (১৯ সেপ্টেম্বর) শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দেশটি। একই দিনে তাজিকিস্তান জানিয়েছে, সংঘাতে তাদের ৩৫ জন নিহত হয়েছে। তবে সীমান্ত থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কোনও কথা জানায়নি তারা। তবে সর্বশেষ প্রাণহানি ১০০-এর মধ্যে কোন দেশের নিহতের সংখ্যা কতজন করে বেড়েছে, প্রতিবেদনে সেটি উল্লেখ করেনি রয়টার্স। গত শুক্রবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। গোলাবর্ষণের অভিযোগ থাকলেও চুক্তিটি মোটাদাগে এখনো কার্যকর রয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ফোনালাপ করেছেন কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিক নেতা এমোমালি রাখমনের সঙ্গে। সূত্র : রয়টার্স