November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 1:22 pm

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের ৩৪ ঘন্টা পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজের প্রায় ৩৪ ঘন্টা পর ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে আনুমানিক দুই/তিন কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের পাশে নদীতে তার লাশ ভেসে উঠে।

খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোবারক আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং মারিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে হাবিবসহ সাত বন্ধু মিলে হাওরে ঘুরতে যান। অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যা ৭টার দিকে ফিরছিলেন তারা। ট্রলারের পাটাতনে চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে পানিতে পড়ে যান হাবিব।

পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে অনেক চেষ্টা করেও তার সন্ধান করতে পারেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তার খোঁজ মিলেনি।

—ইউএনবি