April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 7:50 pm

‘কীটনাশকের বিষক্রিয়ায়’ ২ ভাইয়ের মৃত্যু: পেস্টকন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরায় বাড়িতে স্প্রে করা ‘কীটনাশকের বিষক্রিয়ায়’ অসুস্থ হয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ওই পেস্টকন্ট্রোল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারেরা হলেন- কোম্পানির চেয়ারম্যান আশরাফ এবং এমডি ফরহাদ।

লালবাগ ডিবি পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

তারা এখন ঢাকার পথে রয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, বাচ্চাদের বাবা মোবারক হোসেন তেলাপোকা মারার উদ্দেশ্যে ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডকে নিয়োগ দেন। গত ২ জুন বসুন্ধরার ১ নম্বর ব্লকে তাদের নতুন বাড়িতে ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের কর্মীরা কীটনাশক স্প্রে করে। কীটনাশক ব্যবহার করায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে একদিন বাইরে অবস্থান করে।

৪ জুন পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

৫ জুন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী জোহান মারা যায় এবং রাতে ১৫ বছর বয়সী জাহিন মারা যায়।

এ ঘটনায় গত ৫ জুন মোবারক হোসেন বাদী হয়ে মামলা করেন।

—ইউএনবি