November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:44 pm

কী বার্তা দিলেন দিবালা?

অনলাইন ডেস্ক :

ম্যাচে গোল করে উদযাপন করাটাই স্বাভাবিক ঘটনা। সেখানে একজন ফুটবলারের গোল করার পর পুরোপুরি নির্লিপ্ত থাকাটা কিছুটা অবাক করার তো বটেই। উদিনেজের বিপক্ষে জালে বল পাঠিয়ে উদযাপনের বদলে স্ট্যান্ডে বসে থাকা ইউভেন্তুস কর্তাদের দিকে কেবল এক নজর তাকান পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন আচরণ জন্ম দিচ্ছে তাই নানা প্রশ্নের। সেরি আয় শনিবার ম্যাচের ১৯তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে দারুণ এক গোলে ইউভেন্তুসকে এগিয়ে নেন দিবালা। এরপর তার উদযাপন না করে ইউভেন্তুস পরিচালকদের দিকে দৃষ্টি দেওয়ায় ডাল-পালা মেলতে থাকে নানা গুঞ্জন। চলতি মৌসুমেই ইউভেন্তুসের সঙ্গে শেষ হবে দিবালার চুক্তির মেয়াদ। দুই পক্ষের মধ্যে লম্বা সময় ধরে আলোচনার পরও এখনও নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়নি তাদের। সম্প্রতি ইটালিয়ান গণমাধ্যমের খবর, চুক্তি নিয়ে আলোচনায় ইউভেন্তুসের অবস্থান নিয়ে সন্তুষ্ট নন দিবালা। ধারনা করা হচ্ছে, ক্লাবটির সঙ্গে সাত বছরের পথচলার ইতি টেনে আগামী জুনে ফ্রি ট্রান্সফারে দল পরিবর্তন করবেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচে দিবালার ওই আচরণে ফুটে উঠছে, ক্লাবের কর্তাদের কিছু একটা বোঝাতে চাচ্ছেন তিনি। তবে ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে তিনি বললেন, ভিন্ন কথা। “আমার এক বন্ধুকে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু তাকে (মাঠে) খুঁজে পাইনি। অনেক দর্শক ছিল।” দিবালার এই ব্যাখ্যা অবশ্য অনেকের কাছেই বিশ্বাস্যযোগ্য হয়নি। সরাসরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “(যুক্তিটা বিশ্বাস করা যায় কি?) আমি জানি না, সেটা আপনাদের ওপর নির্ভর করছে।” “আমার কাউকে কিছু প্রমাণ করার নেই। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা ফেব্রুয়ারি বা মার্চে কথা বলব।” দিবালা ও ওয়েস্টন ম্যাককেনির গোলে উদিনেজেকে ২-০ হারায় ইউভেন্তুস। এই জয়ে ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আতালান্তার সঙ্গে লিগ টেবিলে যৌথভাবে চারে আছে দলটি। আতালান্তা অবশ্য দুই ম্যাচ কম খেলেছে। আতালান্তার সমান ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।