November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 3:15 pm

কুবিতে ২৩৬ জন শিক্ষার্থী পাচ্ছেন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৩৬ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ-২০২২ এর জন্য মনোনীত করা হয়েছে। ছয়টি অনুষদের ১৯টি বিভাগের মেধা ও অসচ্ছল ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে।

সোমবার (১৪ নভেম্বর) কুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে লিডিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। তার জন্য আমাদের নিশ্চিত করতে হবে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী হয়। শিক্ষার্থীদেে পড়াশোনায় উৎসাহিত করার জন্য স্কলারশিপটা দেয়া হচ্ছে।

ভবিষ্যতে স্কলারশিপ চালু থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, গত মে মাসে প্রথমবারের মতো ৫৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছিলাম। তার ধারাবাহিকতায় ভাইস চ্যান্সেলর স্কলারশিপ ২৩৬ জনকে দিচ্ছি। আমি যতদিন উপাচার্য হিসেবে আছি ততদিন এটা দিয়ে যাবো। আর এটা যেন ভবিষ্যতেও নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকে তার জন্য একটা সিস্টেমের মধ্যে রেখে যাওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর (বুধবার) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ৮হাজার ৫০০ টাকা হারে চেক বিতরণ করা হবে।