কুমিল্লায় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ ঘটনা ঘটে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কে গ্রেপ্তারের প্রতিবাদে বিকাল তিনটায় কান্দিরপাড়ের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে যুবদল।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও লাঠিচার্জ করে। পরে দুই পক্ষের মধ্যে অন্তত আধা ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবদলের মিছিলে থাকা অন্তত ১০ কর্মীকে আটক করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক