April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 3rd, 2021, 8:09 pm

কুমিল্লার ঘটনায় ইকবালসহ চারজনের আরও ৩ দিনের রিমান্ড

ফাইল ছবি

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে সিআইডি পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১নং আমুলী আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানি শেষে সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মামলার প্রধান অভিযুক্ত আসামি ইকবাল ছাড়া কোরআন অবমাননা মামলার অন্য আসামিরা হলেন, মণ্ডপে কোরআন পাওয়ার তথ্য ৯৯৯-এ কল করে জানানো ইকরাম হোসেন এবং নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.)-এর মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ বাদী হয়ে এ মামলাটি করে। পরবর্তীদের অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

–ইউএনবি