কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিজাম সরকার নামে একজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপে এ সংঘর্ষ হয়।
আহত অবস্থায় নিজাম সরকারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে তিনি মারা যান।
নিহত নিজাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। তিনি হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, সোমবার সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত অবস্থায় এক কর্মীকে ঢামেক হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি