কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যার এজাহার নামীয় প্রধান আসামি শনিবার ভোর রাতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
নিহত মো. রাজু নিহত কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল শনিবার রাত ২টার দিকে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ীতে রাজুকে গ্রেপ্তার করতে অভিযান চালায়।
তিনি বলেন, এলিট ফোর্সের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে সেখানে রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিন জন নামীয় ও অজ্ঞাত আরে ছয় জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ১৫ এপ্রিল চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি