শান্তিপূর্ণভাবে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটি মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
কুমিল্লায় মোট ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
গত বছরের ১৩ ডিসেম্বর মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য হয়।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. তাহসিন বাহার সূচনা, নিজাম উদ্দিন কায়সার, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও নূর-উর-রহমান।
ময়মনসিংহে সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাহায্যে ভোটগ্রহণ শুরু হয়।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, নিরাপত্তার নিশ্চয়তায় স্ট্রাইকিং ফোর্স ছাড়াও ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, সশস্ত্র পুলিশ, আনসার ও র্যাবের ১৭ টিম মাঠে থাকবে।
এছাড়া ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকরামুল হক টিটু, এহতেশামুল আলম, আইনজীবী সাদেকুল হক খান মিল্কী, রেজাউল হক ও শহিদুল ইসলাম স্বপন।
এছাড়া ৩২টি ওয়ার্ড কাউন্সিলর পদে ও ১১টি সংরক্ষিত নারী আসনে ১৪৯ জন কাউন্সিলর ও ৬৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৪ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি