November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 9:11 pm

কুমিল্লা সিটি নির্বাচন ১৫ জুন

ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ছয়টি পৌরসভা, একটি উপজেলা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও একই দিন একই তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৯ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।

২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠনের পর এটি হবে তৃতীয় নির্বাচন।

সর্বশেষ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

—ইউএনবি