April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 15th, 2021, 8:39 pm

কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্স দিলো ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কুমুদিনী হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে ভারতীয় হাইকমিশন। ভারত সরকারের পক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও হাসপাতালটির পরিচালক ড. প্রদীপ কুমার রায়ের হাতে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তুলে দেন। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এফএমএল ব্র্যান্ডের আধুনিক জরুরি জীবনরক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটি চিকিৎসার জন্য হাসপাতালে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দিতে সাহায্য করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরকালে ঘোষণাকৃত ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি কুমুদিনী হাসপাতালকে দেওয়া হয়। এই উপহারটি বাংলাদেশের মানুষের সাথে অনন্য এবং বিশেষ বন্ধুত্বের প্রতীক ভারতের অটুট ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন ভারতীয় হাইকমিশন। কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার কমপ্লেক্স এর মধ্যে এবং এলাকায় স্থাপিত পূজাম-পে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সবাইকে নবমীর শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, সব সম্প্রদায়ের দ্বারা পূজার আনন্দদায়ক উদযাপন এবং সমগ্র মানবতার সেবার মনোভাব বাংলাদেশের মানুষের উদার ও অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যকে পুরোপুরি প্রতিফলিত করে। যেমনটি মুক্তিযুদ্ধের আদর্শে নির্ধারিত হয়েছে এবং যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।