November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 7th, 2023, 3:17 pm

কুলাউড়ায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া র‌্যাপিড রেটিং একদিনের বিভাগীয় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫ আগস্ট শনিবার কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মছব্বির আলীর আয়োজনে এ দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৪৬ জন দাবাড়ু অংশ নেন। খেলা শেষে রাত ৮টায় মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মমের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সদস্য শাহ মাহফুজুল করিম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনি, দাবা সংগঠক লুৎফুর রহমান, তাওহীদ ইসলাম দাবা একাডেমি মৌলভীবাজারের প্রতিষ্টাতা তাওহীদ ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, নির্বাহী সদস্য সৈয়দ আশফাক তানভীর, সদস্য ইব্রাহিম আলী প্রমুখ। দাবাড়ুদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান চৌধুরী, রেজাউল করিম চৌধুরী ও দেলওয়ার হোসেন চৌধুরী সাহেদ।

সুইসলীগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হবিগঞ্জের দাবাড়ু আক্কাস মিয়া কাইয়ুম, ২য় সুনামগঞ্জের দাবাড়ু শাহ মাহফুজুল করিম, ৩য় মৌলভীবাজারের দাবাড়ু ওয়াজিল মেহেদী, ৪র্থ গোলাপগঞ্জের দাবাড়ু লুৎফুর রহমান, ৫ম সুনামগঞ্জের দাবাড়ু আকিক মিয়া, ৬ষ্ঠ মৌলভীবাজারের দাবাড়ু তাওহীদুল ইসলাম, ৭ম ও ৮ম হোন সুনামগঞ্জের দাবাড়ু এনামুল কবির ও লিটন ডালী। এছাড়াও ছোটদের ক্যাটাগরিতে মাছুম আহমেদ, মহিলা ক্যাটাগরিতে হামিদা বেগম ঝুমা ও শ্রাবনী আক্তার পুরস্কার পান। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিরা খেলা পরিচালনা করার জন্য ৩০টি দাবা বোর্ড ও ঘড়ির ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। প্রতিযোগিতায় পৃষ্টপোষকতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী দাবাড়ু মোয়াজ্জেম চৌধুরী ইমরুল, আব্দুল্লাহ আল মনি ও এডভোকেট মুশতাক আহমদ মম।