September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 2nd, 2024, 3:16 pm

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই যুবক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া গুলিতে দুই বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে আলীনগর বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তবর্তী ১৮৪৬ নং পিলার এলাকায় মহিষ চড়ানোর সময় গুলিবিদ্ধের এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত ওই দুই যুবক কামরুল ইসলাম (২২) ও চান্দ আলী (৪০) কে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের ভারতের সীমান্তবর্তী ১৮৪৬ নং সীমানা পিলার এলাকায় গণকিয়া গ্রামের ঈদন আলীর ছেলে কামরুল ইসলাম ও শিকড়িয়া গ্রামের জব্বার আলীর ছেলে চান্দ আলী মহিষ চড়াচ্ছিলেন। এ সময় আন্তর্জাতিক সীমারেখায় অবস্থান করার সময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া গুলিতে আহত হন তারা দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তাররা আহত কামরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাকির হোসেন জানান, গুলিবিদ্ধ কামরুল ইসলাম নামের যুবককে হাসপাতালে বিকেল সাড়ে চারটায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওই যুবকের বাম হাতে চারটি গুলির গভীর ক্ষত রয়েছে। অপর আহত ব্যক্তি চান্দ আলী ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এ বিষয়ে আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার হরি জীবন ঘটনা সর্ম্পকে অবগত নন বলে জানান। তিনি আরও বলেন, সরকারি কাজে অন্যত্র থাকায় কি ঘটনা ঘটেছে তা তিনি এখনও জানেন না।