জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর বাবুল মিয়া (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের খইয়া বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার
সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা মদরিছ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোলায়মান আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খুঁজতে থাকে। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া (খইয়া বিল) থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকাযোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ঝড় তুফান শুরু হলে নৌকা ডুবে তারা দুজনে নিখোঁজ হন। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি