April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 5:51 pm

কুলাউড়া প্রেসক্লাব ও থানা পুলিশের ফুটবল টুর্নামেন্টে প্রেসক্লাব চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় বিজয়ের মাস উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার বিকালে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

‘কুলাউড়া প্রেসক্লাব’ বনাম ‘কুলাউড়া থানাপুলিশ প্রশাসন’ এর মধ্যে অনুষ্ঠিত খেলায় ‘কুলাউড়া প্রেসক্লাব’ চ্যাম্পিয়ান এবং ‘কুলাউড়া থানাপুলিশ প্রশাসন’ রানার্স আপ হয়।

খেলার প্রথমার্ধে কুলাউড়া থানাপুলিশ ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কুলাউড়া প্রেসক্লাব ২ গোল দিলে খেলা ড্র হয়ে যায়। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়ে যাওয়ায় টাইবেকারে ৩-২ গোলে প্রেসক্লাব চ্যাম্পিয়ান ও থানাপুলিশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করার জন্য মাঠে অতিথি ছাড়াও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও থানার এসআই তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে চ্যাম্পিয়ান ট্রফির পুরস্কার কুলাউড়া প্রেসক্লাব দলের অধিনায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানসহ টিম সদস্যদের হাতে তুলে দেন পুলিশ দলের অধিনায়ক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

অপরদিকে রানার্স আপ দলের পুরস্কার পুলিশ দলের অধিনায়ক মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারসহ টিম সদস্যদের হাতে তুলে দেন কুলাউড়া প্রেসক্লাব দলের অধিনায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

বিজয়ের মাসে এ রকম খেলার আয়োজন করায় কুলাউড়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, থানার ওসি মো: আব্দুছ ছালেক, খেলা আয়োজক কমিটির আহবায়ক এম মছব্বির আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, কুলাউড়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, প্রবীণ শিক্ষাবিদ মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, খেলা আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক তারেক হাসান, বিশিষ্ট ফুটবলার কাবুল পালসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ ও থানাপুলিশের কর্মকর্তাবৃন্দ।

খেলা পরিচালনা করেন বিশিষ্ট রেফারি ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান ছুরুক।

পুরো খেলাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সময় কুলাউড়া ডট কম, কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার ও স্পোর্টস কুলাউড়া।

এদিকে, সকল শুভাকাঙ্ক্ষীদের মাঠে উপস্থিত হয়ে উক্ত খেলা উপভোগ করে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।