November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 23rd, 2023, 7:24 pm

কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী পিকআপভ্যানে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানের চালক মান্নান মিয়া শরীয়তপুরের বাসিন্দা।

বিএনপিসহ সমমনা দলগুলোর ষষ্ঠবারের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেন বিএনপি ও সহযোগী দলের নেতা-কর্মীরা। পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা ছয়সূতি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী পিকআপভ্যানের চালককে নামিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নেভালেও, পিকআপভ্যানের অনেকাংশ পুড়ে যায়।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রাক ফেরত যায়।

সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও, পরে পুলিশের সহযোগিতায় স্বাভাবিক হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ভোরে রাস্তা অবরোধ করে পিকআপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ সেখানে গিয়ে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে পুলিশ অবস্থান করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

—-ইউএনবি