November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 3:27 pm

কুশিয়ারা নদীতে ধরা পড়ল ১৬০ কেজি ওজনের বাগাড়

জেলা প্রতিনিধি, সিলেট :

‌সিলেটের লাল বাজারে বি‌ক্রির জন্য ওঠা প্রায় ১৬০ কে‌জি ওজনের বাগাড়। সিলেটের কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়েছে প্রায় ১৬০ কেজির এ বাগাড় মাছ। মাছটি বিক্রির জন্য মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বাজারে তোলা হয়েছে।

লাল বাজারে বিক্রেতা জানান, মনমতো দামে আস্ত মাছ কেনার ক্রেতা না থাকায় তিনি মাছটি কেটে কেজি দরে বুধবার (১৫ মার্চ) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এভাবে বিক্রি করলে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার সকালে সিলেটের জকিগঞ্জ কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাগাড়টি। সকালে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজারের লালবাজার মাছের আড়তে তোলা হয়।

এদিকে বাজারে বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। এ সময় অনেককে মুঠোফোন দিয়ে ছবি তুলতে দেখা গেছে। আবার কেউ কেউ মাছটি ছুঁয়েও দেখছেন।

কেজিদরে বিক্রি করলে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন মাছ বিক্রেতা। আর তাতে তিন থেকে চার লাখ টাকা মাছটি বিক্রি করে আয় হবে বলে তাঁরা প্রত্যাশা।