November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 15th, 2023, 10:43 am

কুয়াকাটায় দুই দিনব্যাপী ট্যুর অপারেটদের প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুই দিনব্যাপী ট্যুর অপারেটদের প্রশক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কুয়াকাটার নির্জন পিকনিক স্পটে এর আয়োজন করে। ভার্চুয়ালি প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের। প্রশিক্ষণে ট্যুর অপারেটদের কুয়াকাটার ইতিহাস,ঐতিহ্য গুরুত্বপূর্ণ স্পট নিয়ে আলোচনার পাশাপাশি ট্যুরিস্টদের বিভিন্ন সেবা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও থাইল্যান্ডে ট্যুরিজম বিষয়ে অধ্যায়নরত সাজু সরদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মোট ৬৫ জন ট্যুর অপারেটর অংশগ্রহণ করেন।