March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 8:02 pm

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পুতিন

ফাইল ছবি

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মস্কো ও ঢাকার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার যে নিরন্তর সম্পর্ক গড়ে ওঠেছে তা ক্রমেই বিকশিত হচ্ছে, এবং ইতোমধ্যেই অর্ধশতাব্দী পেরিয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করতে পারব, যা সম্পূর্ণরূপে রাশিয়া ও বাংলাদেশের জনগণের স্বার্থ পূরণ, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা উন্নয়নের সাথে সঙ্গতিপূর্ণ।’

রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি দেশের সকল নাগরিকের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

—ইউএনবি