May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:06 pm

কৃষি জমি থেকে মাটি কাটায় ২ যুবককে কারাদণ্ড, ভেকু মেশিন ও ২টি ট্রাক জব্দ

অবৈধভাবে ড্রেজার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই দণ্ড প্রদান করেন।

কারাদণ্ড পাওয়া দুই যুবক হলেন- জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আলী আহমদের ছেলে শাহিন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ইমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি প্রভাবশালী চক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার দিয়ে জমিতে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে অভিযান চালিয়ে ইমন ও শাহিনকে গ্রেপ্তার করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় একটি ভেকু মেশিন ও দুইটি ট্রাক জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে পুলিশ ও স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

—–ইউএনবি