April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 17th, 2022, 8:42 pm

কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও রাইফেল বা তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে: সিইসি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সব রাজনৈতিক দল সহযোগিতা না করলে কমিশন ব্যর্থ হবে।
তিনি বলেন, ‘আপনাদের সমন্বিত প্রয়াস থাকতে হবে। কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকেও কিন্তু রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি দৌড় দিলে আমি কী করবো? আমরা সাহায্য করবো। পুলিশ ও সরকারের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে।’
রবিবার রাজধানীর নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) একটি টিমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সিইসি। এ বৈঠকের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের শুরু হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সহিংসতা বন্ধ করতে পারব না। আপনাদেরও (রাজনৈতিক দলগুলো) দায়িত্ব নিতে হবে। আপনারা খেলোয়াড়। আপনারা মাঠে খেলেন। আমরা রেফারি। আমাদের অনেক ক্ষমতা আছে। ক্ষমতা কম নয়। আমরা ক্ষমতা প্রয়োগ করবো।’
২০১৪ ও ২০১৮ সালের সাধারণ নির্বাচনের পারফরম্যান্স দিয়ে বর্তমান কমিশনকে বিচার না করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন হাবিবুল।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন পরিচালনার দায়িত্ব নেব। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। যদি সব দল সহযোগিতা না করে, আমরা সেখানে ব্যর্থ হব।’
সিইসির বক্তব্যের প্রতিক্রিয়ায় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আইন শটগান নিয়ে দাঁড়ানোর অনুমতি দেয় না। তবে এর প্রতিক্রিয়ায় সিইসি আর কোনো মন্তব্য করেননি।

—-ইউএনবি