April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 26th, 2022, 7:02 pm

‘কেজিএফ’কে হটিয়ে শীর্ষে ‘কানতারা’

অনলাইন ডেস্ক :

ভারতীয় সিনেমায় এক বিস্ময়ের নাম ‘কেজিএফ’। এর দুটি পর্ব মুক্তি পেয়েছে ইতোপূর্বে। দুটোই পেয়েছে আকাশচুম্বী সাফল্য। কন্নড় ভাষায় নির্মিত সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা এই দুটি। এর মধ্যে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ একাই আয় করেছে ১২০০ কোটি রুপির বেশি! প্রশান্ত নীল পরিচালিত সিনেমা দুটিতে মূল চরিত্রে অভিনয় করেন যশ। এদিকে কন্নড় ইন্ডাস্ট্রিতে নতুন ধামাকার আগমন ঘটেছে। এর নাম ‘কানতারা’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। প্রায় এক মাস হতে চলল, এর মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির আরও অনেক সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে দাপটের সঙ্গে এখনও চলছে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি। ইতোমধ্যে বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়েছে ২১১ কোটি রুপি। এর মধ্যে ‘কেজিএফ’র রেকর্ডও ভেঙে দিয়েছে সিনেমাটি। তবে আয়ের নিরিখে নয়, সবচেয়ে বেশি টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে এটি। কেবল কর্ণাটক রাজ্যে এ পর্যন্ত সিনেমাটির ৭৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর আগে এই রাজ্যে কোনো কন্নড় সিনেমার এত বেশি টিকিট বিক্রি হয়নি। এমনকি ইতিহাস সৃষ্টিকারী ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমারও না!‘কানতারা’ সিনেমাটি নির্মাণ করেছেন ঋষভ শেঠি। এর কেন্দ্রীয় চরিত্রেও আছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন সপ্তমী গৌড়া, কিশোর, অচ্যুত কুমার, প্রমোদ শেঠি প্রমুখ। চমকে দেওয়ার মতো তথ্য হলো, এই সিনেমার বাজেট মাত্র ১৬ কোটি রুপি! এই সিনেমা পুনরায় প্রমাণ করেছে, মোটা অংকের বাজেট নয়, গল্প আর নির্মাণের শক্তিতেই একটি সিনেমা বিস্ময় সৃষ্টি করতে পারে।