April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 24th, 2022, 8:14 pm

কেনিয়াকে হারিয়ে মুকুট ধরে রাখল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

কেনিয়ার শুরুটা হলো দারুণ আশা জাগানিয়া। তাতে শঙ্কার কালো মেঘ জমল বাংলাদেশের আকাশে। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন আরদুজ্জামান-রাজীবরা। শঙ্কার মেঘ সরিয়ে বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির মুকুট ধরে রাখার উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার জমজমাট ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকরা ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। শুরুতে সমানে সমান লড়াই হলেও একপর্যায়ে ৮-৪ পয়েন্ট এগিয়ে যায় গতবারের ফাইনালের হারের প্রতিশোধ নিতে উন্মুখ থাকা কেনিয়া। কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৭-১৪ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলে কেনিয়াও; ব্যবধান কমিয়ে ৩২-৩১ এ নামিয়ে আনে আফ্রিকার দলটি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। তিন পয়েন্ট ব্যবধানে বাজিমাত করে উচ্ছ্বাসে ভেসে ওঠে বাংলাদেশ। ২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও জিতল কোনো ম্যাচ না হেরে। সেমি-ফাইনালে ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিল দলের। তবে জমজমাট লড়াইয়ের পর ৪০-৩৮ পয়েন্টে জিতে ‘এ’ গ্রুপের সেরা হয় স্বাগতিকরা। ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৫৬-২১ পয়েন্টে।