November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 8:13 pm

কেনিয়ায় নিষিদ্ধ ১৪ খেলোয়াড় ও ২ কোচ

অনলাইন ডেস্ক :

জাতীয় লিগে ম্যাচ পাতানোর দায়ে ১৪ জন খেলোয়াড় ও ২ জন কোচকে নিষিদ্ধ করেছে ফুটবল কেনিয়া ফেডারেশন (এফকেএফ)। নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের মধ্যে ছয়জন জু কেরিচো এফসির খেলোয়াড়। বাকিরা কেনিয়ার বিভিন্ন লিগের খেলোয়াড় ও কোচ। ২০২১ সালে ফিফার ইনিগ্রিটি ইউনিট তাদেরকে ম্যাচ পাতানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে। পরবর্তীতে নানা তথ্য উপাত্ত তদন্তের পর তাদেরকে কেনিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশন জানিয়েছে অভিযুক্ত সবাইকে আনুষ্ঠানিক তদন্ত সম্পন্ন হওয়ার পরই নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে কেনিয়ান প্রিমিয়ারশীপের বর্তমান চ্যাম্পিয়ন টুস্কারের এক খেলোয়াড়ও রয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘ফুটবল কেনিয়ে ফেডারেশন ম্যাচ পাতানোর অভিযোগে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিপক্ষে গোপনীয় রিপোর্ট পায়। লিগের স্বচ্ছতা বজায় রাখার নিমিত্তে ফেডারেশন প্রাথমিক ভাবে তাদের সবাইকে নিষিদ্ধ করেছে। ফিফার ইন্টিগ্রিটি বিভাগ ও এফকেএফ একসঙ্গে এই তদন্তে সহযোগিতা করেছে।’ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ফিফা কেনিয়ার চার জন খেলোয়াড়কে নিষিদ্ধ করেছিল। যার মধ্যে একজনকে আজীবন নিষিদ্ধ করা হয়। লিগের ম্যাচে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পিছনে সম্পৃক্ততার অভিযোগে ঐ খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছিল। একই ঘটনায় পরবর্তীতে পাঁচজন কেনিয়ান রেফারিকেও বরখাস্ত করা হয়। ফুটবলে সরকারি হস্তক্ষেপের কারণে গত বছর ফেব্রুয়ারিতে দেওয়া ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্যই আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে কেনিয়া।