নিজস্ব প্রতিবেদক : রংপুর :
মহানগরীর কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মানে প্রধান রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উক্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় দহিগঞ্জ শ্বশ্মানে ৬৫মিটার এবং ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালিবাড়ী মন্দিরের ৩০মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজ করছেন ইমা কনট্রাকশন।
কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মান পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নিখিলেন্দ্র গুহ রায় এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় দখিগঞ্জ শ্বশ্মান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজয় প্রসাদ বাবন, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি ও বিশিষ্ঠ ঠিকাদার অরুপ দত্ত, পাভেল রায়, বিশিষ্ঠ ঠিকাদার খায়রুল কবীর রানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সরকার, সাবেক কাউন্সিলর হাফিজ আহমেদ ছট্টু, রবি সোমানী ও আওয়ামীলীগ নেতা রফিকুল আলম প্রমূখ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি