April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 7:42 pm

কেন এমন হলো ক্লাসের ফার্স্ট গার্ল ‘তনয়া’র!

অনলাইন ডেস্ক :

স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা ক্লাসের ফার্স্ট গার্ল তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেল রুমে! সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে। বাড়িতে ফিরলেও সেই বাবা-মায়ের কাছে আর ফেরা হয়নি, যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতেই থাকে। পাল্টে যায় তার সমাজ-বাস্তবতা। এমন এক নির্মম ও বাস্তব ঘটনা অবলম্বে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন চরকি ফ্লিক ‘তনয়া’। ২১ জুলাই রাত ৮টায় মুক্তি পাবে কনটেন্টটি। এতে নাম চরিত্রে দেখা যাবে মাখনুন সুলতানা মাহিমাকে। তনয়ার মাধ্যমে চরকিতে অভিষেক ঘটছে তার। বাবার চরিত্রে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ‘তনয়া’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাখনুন সুলতানা মাহিমা বলেন, ‘প্রথমে তনয়া-র গল্প শুনেই আমি খুব অবাক হয়েছি, এটা একটা সত্যি ঘটনা! একটা মেয়ের জীবনে এরকম অঘটনও ঘটতে পারে? বর্তমানে কোনও ঘটনা ঘটলে আমরা খুব সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। সেটাই উঠে আসবে এই গল্পে।’ পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘তনয়া’র গল্পটা একটা আড্ডায় শোনা। পরিচিত একজনের কাছ থেকে। হঠাৎ করেই আমি পুরো গল্পটা শুনতে আগ্রহী হই। আমরা নরমালি যে ফরম্যাটে যাই, একটা গল্প লিখে রাখা, কোথাও প্রপোজাল হিসেবে জমা দেওয়া; এই গল্পের ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। গল্পটা মাথাতেই ছিল। বাবু ভাই ও মাহিমাসহ যারা অভিনয় করেছেন, সবাই দুর্দান্ত কাজ করেছেন। সেই সাথে আমার টিমের সবাই অনেক চেষ্টা করেছেন কনটেন্টটি ভালোভাবে শেষ করার। সেক্ষেত্রে তনয়া আমার খুব কাছের একটা প্রডাকশন।’ ‘তনয়া’-তে ফজলুর রহমান বাবু, মাখনুন সুলতানা মাহিমার সাথে আরও দেখা যাবে এস এস জায়ান, শামীমা নাজনীনসহ অনেককে।