November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 8:15 pm

কেপ ভার্দে উপকূলে নৌকাডুবিতে ৬০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

অনলাইন ডেস্ক :

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে সেনেগাল থেকে আসা একটি নৌকাডুবিতে ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর জীবিত ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, পিরোগ নামে পরিচিত লম্বা কাঠের তৈরি এ নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়।

মাছ শিকার করা স্প্যানিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে। সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে থেকে রওনা দেয়। সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেনেগাল ছাড়াও সিয়েরা লিওন এবং গিনি-বিসাউয়ের নাগরিকরা নৌকাটিতে রয়েছেন বলে জানা গেছে। এমসেহলি বলেছেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করেছে। অন্য ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেপ ভার্দে কর্মকর্তারা আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।