অনলাইন ডেস্ক :
কাকরগাছি গ্রামে হঠাৎ একদিন ভয়াবহ ঝড় বয়ে যায়। ঝড়ে গ্রামটি লন্ডভন্ড হয়। ঘরবাড়ি, ফসলি জমি, মানুষ, গবাদিপশু সবমিলে মৃত্যুপুরীতে পরিণত হয় গ্রাম। কেন হঠাৎ গ্রামে এমন ঝড় হয়েছে? গ্রামবাসীর মনে প্রশ্ন জাগে। তারা ধারণা করে, কোনো এক পাপের কারণে এমনটি ঘটেছে। তখন, সবাই মিলে পাপ খুঁজতে থাকে। এমন করেই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকের নাম ‘পুণ্যাহ’। নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। সম্প্রতি ঢাকার মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে নাটকটি। ঐতিহ্যবাহী বাংলানাট্যের আঙ্গিকে বর্ণনার সঙ্গে সংগীত, নৃত্য ও সংলাপের পরিমিত ব্যবহার নান্দনিক করে তুলেছে প্রযোজনাটি।
নাটকের গল্পের সঙ্গে অভিনয়, পোশাক ও মঞ্চপরিকল্পনার সমন্বয় ছিল উপভোগ্য। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে হলভর্তি দর্শকের সামনে শো হয়েছে। প্রযোজনাটি দেখে একজন দর্শক বলেন, দুর্দান্ত একটি প্রযোজনা। বিশেষ করে নাটকের অভিনয় ও সংগীতের ব্যবহার মনে গেঁথে গেছে। ‘পুণ্যাহ’ দেখে নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, বর্ণনাত্মক নাটক করা কঠিন কাজ। এই কাজটি সহজ করে উপস্থাপন করেছেন নির্দেশক। নাটকের প্রেক্ষাপট ৯০ দশকের। কিন্তু অভিনয় ও নির্দেশনার মুন্সিয়ানার জন্য মনে হচ্ছে এখন ঘটছে। প্রযোজনা সম্পর্কে নির্দেশক ইউসুফ হাসান অর্ক বলেন, ‘পুণ্যাহ’ নাটকটি করোনার সময়ে পরিকল্পনা করি। নাটকের প্রেক্ষাপট আমাদের সমসাময়িক পৃথিবীর সঙ্গে মিলে যায়। বিশেষ করে কোভিড-১৯ এর সঙ্গে। মঞ্চে বর্ণনা, গীত ও কাব্যের ব্যবহার করে আখ্যানকে উপস্থাপন করেছি। এটিই আমাদের ঐতিহ্যের ধারা। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ