অনলাইন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান। সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছবির শুটিং হয়েছে জামালপুরের বিভিন্ন লোকেশনে। শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। পরে সেই গৃহবধূসহ পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরেছিলেন। এবার তারা দেখছেন শাকিবের পুরো সিনেমাটি। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে জামালপুরের বেশ কিছু অঞ্চলে। জেলার কেবলমাত্র নিয়মিত সিনেমা হল মেলান্দহের ‘আশা সিনেমা হল’। সেখানে মুক্তি পেয়েছে ছবিটি। আশা সিনেমা হল ছাড়াও ছবিটি বিশেষ উপায়ে মুক্তি দেয়া হয়েছে জামালপুর সদরের শিল্পকলা নতুন অডিটোরিয়াম ভবন (শীততাপ নিয়ন্ত্রিত), জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত), জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম (শীততাপ নিয়ন্ত্রিত) – এ। সবগুলোতেই প্রথম শো ছিল হাউজফুল। খুব উৎসাহ নিয়ে দর্শক সিনেমা দেখতে আসছেন। ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন সবগুলো শো ছিল হাউজফুল। শাকিব-পূজা জুটি সবার মন ছুঁয়েছে। সবগুলো হলে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালকসূত্রে জানা যায় আজ শুক্রবার জামালপুরের হলগুলোতে বিভিন্ন প্রদর্শনীর সময় নায়িকা পূজাসহ গলুই টিম হাজির হবেন। জামালপুর ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ছিল হাউজফুল। স্টার সিনেপ্লেক্সের অন্য শাখাগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। এদিকে সাভারের সেনা অডিটোরিয়ামেও এদিন ছিল হাউজফুল শো। সেখানে সন্ধ্যার শো চলাকালীন হাজির হন নায়িকা পূজা চেরী, পরিচালক এসএ হক অলিকসহ ‘গলুই’ টিমের অনেকে। দর্শকের সঙ্গে এ সময় মতবিনিময় করেন তারা। দর্শক নায়িকা পূজাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা শাকিব খানকে মিস করছেন। তবে প্রিয় নায়কের ছবি দেখতে মিস করেননি। শাকিব-পূজার রসায়ন তাদের মুগ্ধ করেছে বলেও চিৎকার করে জানান দেন তারা। কিশোরগঞ্জের কুলিয়ারচরের আনন্দ হলেও ‘গলুই’ দেখতে ঈদের দিন থেকেই দর্শকের ভিড় আছে। পাশাপাশি ছবিটি ভালো দর্শক টেনেছে জিঞ্জিরার লায়ন সিনেপ্লেক্সেও। পরিচালক অলিক জানিয়েছেন, মোট ২৮টি সিনেমা হলে দেখা যাচ্ছে ‘গলুই’। ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মিরপুর ও মহাখালী চারটি শাখায় চলছে ‘গলুই’। এছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, জিঞ্জিরার লায়ন সিনেপ্লেক্স, নবীনগরের সেনা অডিটোরিয়ামে দেখা যাচ্ছে সিনেমাটি। ঢাকার বাইরে ‘গলুই’ দেখা যাচ্ছে সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি (সিলেট), স্বর্ণমহল (রূপসী), সাথী (আড়াইহাজার), সোহাগ (ঘোড়াশাল), রংধনু (নজিপুর), চিত্রালি (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), রুমা (মুক্তাগাছা), আনন্দ (কুলিয়ারচর), মল্লিকা (উল্লাপাড়া), শিল্পকলা (জামালপুর), নুরুন্নাহার মাল্টি (মাদারগঞ্জ, জামালপুর), ফরিদুল হক খান অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), কথাচিত্র (কটিয়াদি), নাজমা ( জয়পুরহাট) ও আলোছায়া (শরীয়তপুর) হলগুলোতে সরকারি অনুদানে ‘গলুই’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ ও কণা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ