May 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 8:05 pm

কেমন হলো আর্জেন্টিনার নতুন জার্সি?

অনলাইন ডেস্ক :

কোপা আমেরিকার সময়েই নতুন জার্সিতে হাজির হবেন লিওনেল মেসি-ডি মারিয়ারা এমন গুঞ্জন ছিল বেশ আগে থেকেই। আর্জেন্টিনার জার্সি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকেই খবরটা জানানো হয়েছিল। আর্জেন্টিনার নতুন জার্সি কয়েক দফায় ফাঁসও হয়েছিল। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে সামনে এলো। মার্চের প্রীতি ম্যাচের সময় থেকেই নতুন এই জার্সিতে দেখা যেতে পারে মেসিদের। জার্সি প্রকাশ উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস একটি ভিডিও প্রচার করেছে। সেখানে জুলিয়ান আলভারেজ, ডি মারিয়া এবং মেসিকে দেখা গিয়েছে।

বরাবরের মতোই ঐতিহ্য মেনে আকাশী নীল এবং সাদার সমন্বয়ে করা হয়েছে এবারের জার্সি। সঙ্গে রাখা হয়েছে সোনালী রঙ। বিভিন্ন স্মারকে ব্যবহার করা হয়েছে সোনালি কাজ। অ্যাডিডাসের লোগো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো এবং বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে রাখা হয়েছে সোনালি রঙ। অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে গাঢ় নীল রঙ। তবে এখানে স্মারক করা হয়েছে আকাশী নীল রঙে। আর দুপাশেই রাখা হয়েছে আকাশী নীল এবং সাদার সমন্বয়। হোম জার্সির মতো অ্যাওয়ে জার্সিও সমান নজর কেড়েছে ভক্তদের। আর্জেন্টিনা ছাড়াও এদিন চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং ভেনিজুয়েলার নতুন জার্সি প্রকাশ্যে এনেছে অ্যাডিডাস।