April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 20th, 2022, 8:56 pm

কেরানীগঞ্জে বাড়ছে মাদক বেচাকেনা

প্রতীকী ছবি

মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ নিয়ে এক মাসে ২ খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ছে মাদক বেচাকেনা। এছাড়া মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দে এক মাসের ব্যাবধানে খুন হয়েছে দুইজন।

এদিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানা (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া ঋষি পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে মাসুম (৩০) নামের যুবককে হত্যা করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাতপাখি কানাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, এ হত্যাকাণ্ডে রবিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাতে থানার পারগেন্ডারিয়া ঋষি পাড়া এলাকায় রানা আহমদের সঙ্গে মাদক কারবারি সম্রাটের কথার কাটাকাটি হয়। এক পর্যায় সম্রাট তার সঙ্গে থাকা ধারালো ছোড়া দিয়ে রানার পেট ও পিঠে বেশ কয়েকবার আঘাত করে।

খবর পেয়ে নিহতের পরিবার রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত রানাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।সেখানে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করে।

এদিকে গত ১৯ অক্টোবর মাসুম (৩৫) কে অপু পাড়গেন্ডারিয়া কানাপট্টি এলাকায় নিজ বাড়িতে ঢুকে জবাই করে হত্যা করা হয়।

এ ঘটনায়ও থানায় হত্যা মামলা হয়েছে।

এছাড়া ১৩ নভেম্বর থানার মুসলিম নগর এলাকায় মাদক ব্যাবসায়ী খোকনের কাছে মাসোহারা তুলতে গেলে এলাকার মাদক ব্যবসায়ীরা তিন পুলিশকে পিটিয়ে আহত করে।

ওই ঘটনায় কেরানীগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

—–ইউএনবি