September 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 6th, 2023, 8:47 pm

কে এই মাছ বিক্রেতা?

অনলাইন ডেস্ক :

সকালে ভিড়ঠেলা বাজারে মাছ বিক্রি করছেন অভিনেত্রী সাবিলা নূর! মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো থেকে দাম হাঁকানো সবটাই করছেন অবলীলায়। অনেকে তো সত্যি ভেবে ভুলও করছেন। হ্যাঁ, এমনটাই দেখা গেছে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং সেটে। নির্মাতা আলোক হাসানের পরিচালনায় এতে মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলতে এবং নাটকে সত্যিকারের আবহ তুলে ধরতে গত শনিবার সকালে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে শুটিং হয় নাটকটির। চরিত্রটি নিয়ে সাবিলা নূর বলেন, কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো-এ কাজগুলো করতে হচ্ছে।

মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হচ্ছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে। পুরো বিষয়টি আমার জন্য খুব একটা সহজ নয়। তিনি আরও বলেন, অনেক বড় বাজারে শুটিং। বাজারে ক্রেতা-বিক্রেতাও প্রচুর। শুটিং করা অনেক কষ্ট। অনেকে বুঝতেও পারিনি শুটিং চলছে। এ কারণে অনেকটা সমস্যাও হচ্ছিল। যথাযথভাবে ক্যামেরা ধরতে সমস্যাও হচ্ছিল।

একসময় বাজারের লোকজনের সহায়তা ঠিকঠাক মতো শুটিং সারতে পেরেছি। জানা গেছে, ‘মৎস্যকন্যা’ নাটকে আমেনা চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ। নির্মাতা আলোক হাসান জানান, জীবনঘনিষ্ঠ এক ঘণ্টার এ নাটকের শুটিং রোববার (৬ আগষ্ট) শুরু হয়েছে। আজ সোমবার মিরপুর মাছবাজারসহ উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এতে নতুন এক সাবিলাকে খুঁজে পাবেন দর্শক।