November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 19th, 2022, 7:59 pm

কে হচ্ছেন জুনিয়র এনটিআরের নায়িকা?

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। ২০১৬ সালে পরিচালক কোরাতলা শিবা তাকে নিয়ে নির্মাণ করেন ‘জনতা গ্যারেজ’ সিনেমা। দীর্ঘ ৬ বছর পর এ নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন ‘এনটিআর৩০’ শিরোনামে একটি সিনেমা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর। তবে প্রধান নারী চরিত্র নিয়ে নানা গুঞ্জন উড়ছে। শুরুতে শোনা যায়, কিয়ারা আদভানির নাম। তারপর আলোচনায় আসেন রাশমিকা মান্দানা। এবার বাতাসে ভেসে বেড়াচ্ছে, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন। একটি সূত্র তেলেগু সিনেমা ডটকমকে বলেন- ‘এ সিনেমায় কাস্ট করার জন্য জাহ্নবী কাপুরের সঙ্গে যোগাযোগ করেছেন পরিচালক কোরাতলা শিবা। এরইমধ্যে জাহ্নবীর সঙ্গে আলোচনাও করেছেন তিনি। প্রাথমিকভাবে কাজটি করার জন্য সম্মতি দিয়েছেন জাহ্নবী। এর আগে জাহ্নবী জানিয়েছেন, তার প্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সবকিছু ঠিক থাকলে বড় আয়োজন করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।’ ২০২৩ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতারা। এরইমধ্যে অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে সংগীতের কাজ শুরু করেছেন। এটি প্রযোজনা করছেন সুধাকর। সম্প্রতি জুবিলি হিলসে তিনি একটি অফিস নিয়েছেন। সেখানে প্রি-প্রোডাকশনের কাজ জোর গতিতে চলছে। জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি। ‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে- ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।