অনলাইন ডেস্ক :
অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে কিছুই এনে দিতে পারেননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগ্যান। তার বাজে ফর্ম এবং মুখস্ত ক্যাপ্টেন্সি নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। তাই আসন্ন আইপিএলের আগে গতবারের অধিনায়ক ইয়োইন মরগ্যানকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। তাহলে এবার নাইট অধিনায়ক কে হবেন? ভারতের গণমাধ্যমগুলো বলছে, নিলামে আর মরগ্যানকে কিনবে না কলকাতা। তার জায়গায় এবছর কলকাতাকে নেতৃত্ব দেবেন অন্য কেউ। আলোচনায় উঠে আসছে শ্রেয়স আয়ারের নাম। গত বছর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন শ্রেয়স। কিন্তু ইনজুরিতে আইপিএলের প্রথম পর্বে খেলতে পারেননি। তার জায়গা দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ। এবছর শ্রেয়সকে ছেড়ে দিয়েছে দিল্লি। অর্থাৎ যে কোনো দল তাকে নিতে পারে। শ্রেয়সের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। ভারতের এই ব্যাটার রানের মধ্যে আছেন। টেস্ট অভিষেকও হয়েছে। করোনা বিধিনিষেধ না থাকলে আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি হবে আইপিএলের নিলাম। একমাত্র নাইট রাইডার্স ছাড়া বাকি দলগুলো তাদের অধিনায়ক মোটামুটি ঠিক করে ফেলেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা