November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 7:36 pm

‘কোই মিল গায়া’-খ্যাত অভিনেতা মিথিলেশ আর নেই

অনলাইন ডেস্ক :

মারা গেছেন বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। বৃহস্পতিবার (৪ঠা আগষ্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ‘ফিজা’ থেকে হালফিলের ‘স্ক্যাম ১৯৯২’-র মতো একাধিক সিনেমা, সিরিজে অভিনয় করে তাক লাগিয়েছিলেন। তার হিট ছবি ‘কোই মিল গায়া’র জন্য ছোটদের মাঝেও তিনি দারুণ জনপ্রিয় হন। মিথিলেশের জামাই আশীষ চতুর্বেদী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিগত ১০ দিন ধরে হৃদযন্ত্রের সমস্যার জন্য মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল। তবে এদিন ভোর ৪টায় হার্ট অ্যাটাক হয়। এরপরই প্রবীণ বলিউড অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (৪ঠা আগষ্ট) দুপুরে মুম্বাইয়ের ভারসোভায় মিথিলেশ চতুর্বেদীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, ‘গদর: এক প্রেম কথা’, ‘কোই মিল গ্যায়া’, ‘মাই ফ্রেন্ড পিন্টো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ এবং ‘রেডি’র মতো একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন মিথিলেশ চতুর্বেদী। পাশাপাশি থিয়েটার, টেলি সিরিজেও বেজায় জনপ্রিয় ছিলেন তিনি। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছিলেন মিথিলেশ। শেষবার অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’ সিনেমায় তিনি অভিনয় করেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস