November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 14th, 2024, 2:24 pm

কোটা সংস্কার: বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শুরু

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা।

দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শাহবাগ, মৎস্য ভবন ও জাতীয় প্রেসক্লাব হয়ে শিক্ষার্থীরা বঙ্গভবনে পৌঁছানোবেন।

স্মারকলিপিতে নতুন আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে ‘কোটা বৈষম্য’ দূর করতে জরুরি সংসদ অধিবেশন আহ্বান করা হবে।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে এক পুলিশ কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান। তারা মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়।

—–ইউএনবি