March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 10th, 2022, 9:16 pm

কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন-রাশিয়া বৈঠক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে মস্কো ও কিয়েভের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তিনি মানবিক করিডোর ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একটি বৈঠকে বসেন।

কুলেবা বলেন, রাশিয়ায় ‘আরও সিদ্ধান্ত গ্রহণকারী’ রয়েছে, তাদের পরামর্শ নেয়া দরকার।

তিনি আরও বলেন, তিনি যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সমস্যাগুলোর সমাধান অব্যাহত রাখতে ল্যাভরভের সঙ্গে একমত হয়েছেন।

তিনি বলেন, মস্কো যুদ্ধবিরতির প্রস্তাব দিতে রাজি নয়। তিনি বলেছেন, ‘তারা ইউক্রেনের আত্মসমর্পণ চায়। এটি হবে না।’

কুলেবা বলেন, রাশিয়ার বোমাবর্ষণ ও আক্রমণের কারণে অবরুদ্ধ শহরগুলোর নাগরিকদের নিরাপদ আশ্রয় সন্ধানের ‘সর্বশেষ’ আশাটুকুকেও তিনি হত্যা করতে চেয়েছেন।

—ইউএনবি