November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 30th, 2022, 7:39 pm

কোন দল আইপিএলে কতগুলো ছক্কা মারল?

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকটে এই কথাটা আরও বেশি করে প্রযোজ্য। কারণ, এখানে চার-ছক্কার সঙ্গে টাকাও ওড়ে। তবে মজার ব্যাপার হলো, এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের ব্যাটাররা আসরে সবচেয়ে কম ছক্কা মেরেছেন! আর সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ফাইনালে হেরে যাওয়া রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। গুজরাট যেন দেখিয়ে দিল, ছক্কার পিছনে না দৌড়েও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া যায়! ব্যক্তিগতভাবে এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার পেয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। গুজরাট ছাড়া টুর্নামেন্টে ১০০-র কম ছক্কা মেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। আসরে মোট ১০৬২টি ছক্কা দেখা গেছে। এই প্রথম আইপিএলের এক মৌসুমে ১০০০-এর বেশি ছক্কা দেখা গেল। এবার দেখে নেওয়া যাক, কোন দল কতগুলি করে ছক্কা মেরেছে এবং কোন দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কোন ক্রিকেটার।
১. রাজস্থান রয়্যালস: ১৩৭টি
জস বাটলার: ৪৫টি
২. লখনউ সুপার জায়ান্টস: ১১৫টি
লোকেশ রাহুল: ৩০টি
৩. কলকাতা নাইট রাইডার্স: ১১৩টি
আন্দ্রে রাসেল: ৩২টি
৪. পাঞ্জাব কিংস: ১১০টি
লিয়াম লিভিংস্টেন: ৩৪টি
৫. দিল্লি ক্যাপিটালস: ১০৬টি
রোভম্যান পাওয়েল: ২২টি
৬. চেন্নাই সুপার কিংস: ১০৩টি
শিবম দুবে: ১৬টি
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১০২টি
দীনেশ কার্তিক: ২২টি
৮. মুম্বাই ইন্ডিয়ান্স: ১০০টি
সূর্যকমার যাদব ও টিম ডেভিড: ১৬টি করে
৯. সানরাইজার্স হায়দরাবাদ: ৯৭টি
নিকোলাস পুরান: ২১টি
১০. গুজরাট টাইটানস: ৭৯টি
ডেভিড মিলার: ২৩টি