November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 7:38 pm

কোভিড রিস্কস করোনা ঝুঁকি নিরসনে টিকা গ্রহণে প্রচারাভিযান

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুর সদর উপজেলার সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক আয়োজিত ৩০০জন নারী পুরুষ নিয়ে “ক্যাম্পেইন ফর ভ্যাকসিনেশন ফর রিডিউসিং কোভিড রিস্কস (সিভিআরসিআর) করোনা ঝুঁকি নিরসনে টিকা গ্রহণে প্রচারাভিযান” গত সোমবার অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের সময় ডাঃ হিরম্ব কুমার রায়,সিভিল সার্জন, রংপুর, ডাঃ রবি শঙ্কর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রংপুর সদর, মোঃ আমিনুর রহমান, চেয়ারম্যান চন্দনপাট ইউনিয়ন, মোঃ এমদাদুল হক প্রধান শিক্ষক, সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়, মোঃ তাজুল ইসলাম ইউপি সদস্য চন্দনপাট ইউনিয়ন, মোঃ আইয়ুব হোসেন সুজন, এপিসি, মোঃ জুলফিকার ইসলাম, এপিসি, মোঃ সাইফুল ইসলাম, জোনাল ম্যানেজার, মোঃ শাহিন হক, পিসি (এসএফটি), মোঃ হাফিজ আল আসাদ, উপজেলা প্রোগাম ম্যানেজার (ওওএসসিইপি), ইএসডিও, রংপুর এবং ইএসডিও’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় করোনা ভ্যাকসিনেশনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন এবং করোনা ভ্যাকসিনেশনের উপর পট সংস ও আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ ৩০০জন নারী পুরুষের মাঝে কোভিড তথ্য সম্বলিত চাবির রিং, লিফলেট ও মাস্ক বিতরন করা হয়।