March 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 21st, 2021, 12:59 pm

কোভিড-১৯: বিশ্বে একদিনে সাড়ে ৮ হাজারের বেশি প্রাণহানি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা এখনো উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে সাড়ে চার লাখের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৫২৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ২১ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫২ লাখ ১৮ হাজার ৮২৯ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৩১ হাজার ২৬৩ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ চার হাজার ২২৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪১ লাখ ৮ হাজার ৯৯৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ৬৫১ জনে।